মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি।
সৌদি আরবের জেদ্দায় এই পরিকল্পনাটি নিয়ে আলোচনা করার জন্য একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৫৭ সদস্যের এই সংস্থাটির। সংস্থাটির সব সদস্য রাষ্ট্রকে এই পরিকল্পনার সঙ্গে জড়িত না হওয়া জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও এনিয়ে মার্কিন প্রশাসনকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্যও আহ্বান জানানো হয় সংস্থটির পক্ষ থেকে।
ফিলিস্তিনিরা তীব্র প্রতিবাদ কারার পরও গত মঙ্গলবার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ১৮১ পৃষ্ঠার ওই প্রস্তাবনা প্রকাশের সময় তার পাশে ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করে আরব লিগ। ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকার টুকুও দেওয়া হয়নি বলে এক বৈঠক শেষে বিবৃতিতে জানায় আরব লিগ।
সূত্র: রয়টার্স।