এবার আরেক ইরানি শীর্ষ কমান্ডার নিহত

SHARE

গত ৩রা জানুয়ারি ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি। এবার ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি নিহত হয়েছেন। বুধবার সকালে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন এই মিলিশিয়া কমান্ডার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আবদুল হোসেইন মোজাদ্দামি ছিলেন ইরানের খুজেস্তান প্রদেশের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার।

ইরানের দক্ষিণ-পশ্চিমে খুজেস্তানের দারখোভিন শহরে বুধবার নিজের বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে বন্দুকধারী দুই ব্যক্তি।
তারা মোটরসাইকেলে চড়ে এসে খুন করে পালিয়ে যায়।

মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোজাদ্দামি।

এদিকে, ওই হত্যার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। দেশের ভেতর যে কোন আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

সূত্র : আল-আরাবিয়া