মোদির নিরাপত্তা গেটে আগুন, নিয়ন্ত্রণে এনেছে রক্ষীরা

SHARE

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিরাপত্তা গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোককল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে গিয়েছে।

ঘটনার পর নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেটি খুব ক্ষুদ্র আকারে। মোদির নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এর রিসিপশন গেটে এ ঘটনা ঘটেছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন, বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে টুইটে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।