মদ চুরির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

SHARE

সাউথ আফ্রিকায় ক্রিসমাসের ঠিক আগেই দুজনকে কারাগারে নেওয়া হয়েছে। ১২ বোতল হুইস্কি চুরি করে তা বিক্রির চেষ্টা করার অভিযোগে ব্লিমফন্টেইনের বাইরে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্রিস্টেট পুলিশ জানায়, শনিবার বোটশাবেলোর রেহোলা কমপ্লেক্সের মুদি দোকানে একটি ট্রাক থেকে নামিয়ে আনার সময় এই বোতলগুলো চুরি করে বলে অভিযোগ করা হয় ব্রিগেডিয়ার মোতন্তসি সাম মাখেল মঙ্গলবার জানিয়েছেন।

তিনি জানান, ২৩ ও ২৪ বছর বয়সী দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ করা হয়েছে যে সন্দেহভাজনরা একটি মুদি দোকানের অনর্থক কর্মচারীদের টার্গেট করেছিল যারা একটি ট্রাক থেকে দোকানে হুইস্কি ডেলিভারি দিচ্ছিল। এ সময় দুজন লোক ট্রাকের পাশ থেকে উঠে এসে কর্মচারীদের ছুরি দিয়ে হুমকি দেয়। এই ঘটনার সময় কেউ আহত হয়নি।
মাখলে জানান, চুরিকৃত মদ বিক্রি করার সময় ডাকাতির দু’ঘণ্টা পরে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। কিছু বোতল উদ্ধার করা হয়েছে। তাদের শিগগির আদালতে হাজির করা হবে।