প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান পেতে যাচ্ছে ভারত

SHARE

ভারতে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ তৈরিতে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। স্বশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সঙ্গে সংযোগরক্ষা করার কাজ করবেন এই কর্মকর্তা। পাশাপাশি সরকারের সেনাবাহিনী বিষয়ক পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন তিনি।

সমস্ত বাহিনীর কর্মরত প্রধানদের ওপরে থাকবেন প্রতিরক্ষাবাহিনীর প্রধান, দেশের অস্ত্রশস্ত্র কেনাকাটা করা থেকে শুরু করে বাহিনীর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কাজ করবেন তিনি। এই পদের মেয়াদ হবে নির্দিষ্ট, যা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।

আজ মঙ্গলবার বিকেলে, সাংবাদমাধ্যমে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকড় জানান, প্রতিরক্ষাবাহিনীর প্রধান হবেন চার স্টার জেনারেল, সেনাবাহিনী, বিমানবাহিনী বা নৌবাহিনী, যেখান থেকেই নিয়োগ করা হোক না কেন, তিনিই মিলিটারি বিভাগ সামালবেন এবং বাহিনীর প্রধান পদের সমান বেতন হবে তার।

সূত্র: এনডিটিভি।