জেরুজালেমে যাওয়ার অনুমতি দিলো ইসরায়েল

SHARE

প্রতি বছরই ক্রিসামাসের সময় জেরুজালেমে প্রার্থনা করতে যাওয়ার দাবি জানান গাজার খ্রিস্টানরা। কিন্তু সব সময় যাওয়ার সুযোগ তারা পান না। গত বছর বিশেষ অনুমতিপত্রের ব্যবস্থা করেছিল ইসরায়েল। কিন্তু এই বছরও অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত রবিবার দুপুরে অনুমতিপত্র দেওয়া কথা জানিয়েছে ইসরায়েল প্রশাসন। এক টুইট বার্তায় এই কথা জানায় ইসরায়েল।

২০০৭ সালে প্যালেস্টাইনের গাজা অঞ্চল হামাস দখল করে নেয়। তারপর থেকেই ওই অঞ্চলকে কার্যত অবরুদ্ধ করে দেয় ইসরায়েল এবং মিশর। গাজায় বসবাসকারী মানুষ বাইরে যেতে পারেন না। গেলে বিশেষ অনুমতি নিতে হয়।

মূলত মুসলিম অধ্যুষিত গাজায় সব মিলিয়ে হাজারখানেক খ্রিস্টানের বাস। যার অধিকাংশই গ্রিক প্রোটেস্টান্ট। তবে সামান্য কিছু ক্যাথোলিকও আছে।