গুরুত্বপূর্ণ পরীক্ষা’ শেষ করল উত্তর কোরিয়া!

SHARE

উত্তর কোরিয়ার এক স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ করার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জানানো হয়, গত শুক্রবার রাতে এই পরীক্ষাটি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

দেশটির এক মুখপাত্র উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার রাতে এই পরীক্ষা চালানো হয়। তবে এই বিষয়ে আর কোনো তথ্য জানাননি ওই মুখপাত্র।

স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে উত্তর কোরিয়া কী ধরনের বা কী বিষয়ে পরীক্ষা চালিয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের বিশেষজ্ঞ অঙ্কিতা পান্ডে জানিয়েছেন, এই পরীক্ষাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক পরীক্ষা হতে পারে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন চলতি বছরের মধ্যে উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা ছাড়সহ নতুন একটি পরমাণুনিরস্ত্রীকরণ চুক্তি করতে। অন্যথায় নতুন পথে হাঁটবেন। ওই চুক্তি করা না হলে যুক্তরাষ্ট্র ভীতিজনক ‘বড়দিনের উপহার’ প্রত্যাশা করতে পারে বলেও হুমকি দিয়েছে দেশটি।