ইসরায়েলি রাষ্ট্রদূতের ক্লাস বর্জন করলেন হার্ভার্ডের শিক্ষার্থীরা

SHARE

মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডিয়ানের ক্লাস বর্জন করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী। গত শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে ভাইরাল হয়ে যায়।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবা ওই ভিডিও’র বরাতে জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একটি কোর্সের ‘দ্যা লিগ্যাল স্ট্র্যাটিজি ফর ইসরায়েল স্যাটেলমেন্টস’ বিষয়ে লেকচার দিতে এসেছিলেন ড্যানি ডিয়ান। তিনি যখন লেকচার দেওয়া শুরু করেন। সে সময়ে ওই ক্লাসে থাকা সব শিক্ষার্থী একে একে ওয়াক-আউট করে বের হয়ে যান। এবং বের হয়ে শিক্ষার্থীরা বাইরে বিক্ষোভ করতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, তিনি যুদ্ধাপরাধীকে বৈধ দেওয়া জন্য এখানে এসেছিলেন, এজন্য আমরা ওয়াক-আউট করেছি।

ওই বিশ্ববিদ্যালয়ের দ্যা হার্ভার্ড কলেজ প্যালেস্টাইন সলিডারিটি কমিটি (হার্ভার্ড পিএসসি) এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

উল্লেখ্য, হার্ভার্ডে ফিলিস্তিনের গাজার সবশেষ অবস্থা নিয়ে সোস্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকটিভিস্টসহ অন্যান্য ব্যক্তিরাও এখানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন।