ফোরাম ২০ আয়োজিত আর্ক এশিয়া আয়োজনে তরুণ স্থপতিদের কৃতিত্ব

SHARE

জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, অর্থ ও ষড়যন্ত্র দিয়ে ধর্ম প্রচার করা যায় না। জনগণের হৃদয় পাওয়া যায় না। ওলী আউলিয়াগণ ধর্ম প্রচারে টাকার বস্তা নিয়ে আসেননি। তারা খোদার শক্তি দ্বারা সত্য প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। দুর্যোগময় প্রকৃতি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উৎসব মুখর আবহে প্রথমে আল্লাহু আকবার, কলেমা তৈয়্যাবা এবং জাকের পার্টির পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়ানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রয়াসে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যান্য ধর্মের সকলকেও মর্যাদা সহকারে ঐক্যের মঞ্চে রাখতে হবে। আমরা এদেশের সকলের ধর্মীয় অধিকারে বিশ্বাস করি। তবে আমাদের স্বকীয়তা ও স্বাতন্ত্র্য রক্ষায় কারো সাথে আপস করি না। আমরা বাংলাদেশের মুসলমানদের যেমন ঐক্যবদ্ধ রাখব তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদের ভালবাসার চাদরে বুকে রাখব। মদীনা সনদ সকলকে খেয়াল রাখতে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জাকের পার্টি প্রতিষ্ঠা হয় নাই। আমরা কাগুজে বাঘ নই। উপমহাদেশে অস্থিরতার পদধ্বনি দেখা যায়। বাংলাদেশের উপরেও ষড়যন্ত্রের ঘনঘটা টের পাওয়া যায়। এমতাবস্থায় যদি প্রয়োজন হয় জাকের পার্টির নেতাকর্মীগণ দেশ রক্ষায় অবশ্যই ঝাপিয়ে পরবে ইনশাআল্লাহ্।

সভাপতির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, বাংলাদেশে রাজনীতি আছে, কিন্তু নীতি নেই। অর্থনীতি আছে, কিন্তু নীতি নেই। যদি উভয় ক্ষেত্রে নীতি আনতে হয় তাহলে জাকের পার্টির প্রয়োজন হবে। আমাদের সবকিছুই স্বচ্ছ।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রদত্ত সর্বশেষ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী জাকের পার্টির সকল পর্যায়ের কমিটিতে ৩৩.৩৩ ভাগ নারী নেতৃত্ব রয়েছে।

ড. সায়েম আমীর ফয়সল বলেন, এদেশের ৯২% মানুষ মুসলমান। জনজীবনে শৃঙ্খলা আনতে হলে তা আইনের মাধ্যমে পুরোপুরি সম্ভব নয়। কেবল প্রকৃত ইসলামের আদর্শ অনুসরনেই তা সম্ভব। তিনি বলেন, উগ্র ডানপন্থী আছে। উগ্র বামপন্থী আছে। কিন্তু দেশকে এগিয়ে নিতে হলে প্রগতিশীল ইসলামী শক্তির প্রয়োজন হবে। জাকের পার্টিই সেই প্রগতিশীল ইসলামী শক্তি।