ব্রিটেনে সাধারণ নির্বাচন ১২ ডিসেম্বর

SHARE

ব্রিটেনে বেক্সিট ইস্যুতে টানা কয়েক মাস ধরে টানাপড়েন চলছে। এদিকে মঙ্গলবার আগাম নির্বাচনের পক্ষে ঐক্যমতে পৌঁছেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। আগামী ১২ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট।

ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৩৮টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য

এদিকে, বিলটি এখনো লর্ড সভায় অনুমোদন হওয়ার বাকি রয়েছে। এ সপ্তাহের শেষের দিকেই এটি অনুমোদন পাবে।

১৯২৩ সালের পর এই প্রথম ব্রিটেনে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, ব্রিটেনে ২০১৭ সালে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র : বিবিসি