বিশ্বকাপ টিম নিয়ে দ্বিধায় পাকিস্তান

SHARE

এক দিকে, নিবার্চকদের নিয়ে বিভ্রান্তি৷ অন্য দিকে, নির্বাচকরা বিভ্রান্ত৷ পাকিস্তান ক্রিকেটের যাবতীয় আলোচনার কেন্দ্রে দুই ক্রিকেটার- শোয়েব মালিক ও মুহম্মদ হাফিজ৷image_112470_0

প্রায় দেড় বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ মেলেনি শোয়েবের৷ বিশ্বকাপের সম্ভাব্য দলে রয়েছেন ৩২ বছরের ব্যাটসম্যান৷ স্পিনার-অলরাউন্ডার মুহম্মদ হাফিজও রয়েছেন সম্ভাব্য দলে৷ কিন্ত্ত তার বোলিং অ্যাকশন নিয়েই রয়েছে প্রশ্ন৷ চেন্নাইয়ে আইসিসি রিহ্যাবে পরীক্ষাও দিয়ে গিয়েছেন তিনি৷ ৭ জানুয়ারি দল বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ কিন্ত্ত তার আগে সব আলোচনার কেন্দ্রে দুই ক্রিকেটার৷পাকিস্তান ক্রিকেটের নির্বাচন পদ্ধতিতে বিন্দুমাত্র আস্থা নেই শোয়েবের৷ তিনি যেমন পাল্টা প্রশ্নই তুলে দিয়েছেন, ‘নির্বাচকরা কী যে চান, সেটাই তো পরিষ্কার নয়৷ এটা ক্রিকেটারদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে৷ ক্রিকেটাররা বুঝতে পারে না, তাদের কী চাওয়া হচ্ছে৷ এতে আত্মবিশ্বাস কমে যায় প্লেয়ারদের৷’ একই সঙ্গে শোয়েব দাবি করেছেন, বিশ্বকাপের টিমে তাদেরই সুযোগ পাওয়া উচিত, যাদের অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে৷’

মুহম্মদ হাফিজকে নিয়ে দোটানায় রয়েছে পাকিস্তান বোর্ড৷ চেন্নাইয়ের রিহ্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও তার রিপোর্ট এখনও জমা পড়েনি৷ আর তা না পাওয়া পর্যন্ত বিশ্বকাপ টিম কী হবে, তা নিয়ে কোনো পদক্ষেপই নিতে পারছে না পিসিবি৷ এক কর্তার কথায়, ‘হাফিজকে শুধু ব্যাটসম্যান হিসেবে নিয়ে নেওয়া যায়৷ ওর অভিজ্ঞতাটা কাজেও লাগবে৷ কিন্ত্ত সেটা তো ঝুঁকি নেওয়া হবে যাবে৷ হাফিজের বদলে আর এক অফস্পিনার আজহার আলির কথা ভাবতে শুরু করেছে পিসিবি৷- ওয়েবসাইট