প্রথম পরপর দু’বার অস্কারজয়ী প্রয়াত

SHARE

চলে গেলেন লুইস রাইনার৷ ১০৪ বছর বয়সে যবনিকা পড়ল তার জীবননাট্যের শেষ অঙ্কে৷হলিউডে প্রথম পরপর দুবার অস্কার পাওয়ার বিরল সম্মান তারই৷image_112206_0

হলিউডের স্বর্ণযুগ মোহিত হয়েছিল তার অভিনয়ে৷ জন্মসূত্রে জার্মানি৷বেশ কয়েকটি জার্মান ছবিতে অভিনয়ের পর, ১৯৩৫ সালে পা রাখেন হলিউডে৷ এক বছর পরেই ‘দ্য গ্রেট জিগফিল্ড’ ছবিতে অভিনয়ের জন্য জিতে নেন অস্কার৷ এক কিংবদন্তি থিয়েটার অভিনেতার স্ত্রীর চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হয় সারা বিশ্ব৷ হলিউডের আলো-ক্যামেরার দুনিয়া তাকিয়ে ছিল এই তুখোড় অভিনেত্রীর দিকে৷পরের বছর আবার অস্কার আসে তার কাছেই৷ ‘দ্য গুড আর্থ’-এ এক কৃষক রমণীর ভূমিকায় তাকে দেখে আবার মন্ত্রমুগ্ধ হলো দুনিয়া৷তিরিশের দশকে পরপর দু’বার পেয়েছিলেন অস্কার৷ দুনিয়ায় মোট পাঁচজন অভিনেতাই এই সম্মান পেয়েছেন৷ লুইসই প্রথম পেয়েছিলেন পরপর দু’বার অস্কার জয়ের স্বীকৃতি৷প্রথম বিরল এই খেতাবের অধিকারিণী লুইস অবশ্য বিনয়ী হয়েই জানিয়েছিলেন, তখন অস্কার এখনকার মতো বড় ব্যাপার ছিল না৷

১৯৪৩-এ শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে৷জীবনের বাকিটা সময় কাটিয়েছেন লন্ডনেই৷ দু’একবার ছোট পর্দায় দেখা গিয়েছিল তাকে৷ বছরের হিসেবে ১০৪-এ এসে ফুরোল তার জীবন চিত্রনাট্যের শেষ পাতা৷- ওয়েবসাইট।