নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

SHARE

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়ি থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- নাজনীন (২৬) এবং তার দুই মেয়ে নুসরাত (৮) খাদিজা (২)।
এ ছাড়া এ ঘটনায় আহত সুমাইয়া (১৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা য়ায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজল হক জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেন। তবে হত্যকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন সিদ্দিকী বলেন, ‘কারা, কেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। পরে এ ব্যাপারে জানানো হবে।’