ভারত-বাংলাদেশ মিলবে জলপাইগুড়িতে

SHARE

অবিভক্ত জলপাইগুড়ির ১৪৬ বছর পূর্তি উদযাপনকে ঘিরে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মিলন মেলার আসর বসতে চলেছে জলপাইগুড়িতে। আগামী ১ জানুয়ারি থেকে দুই দিনব্যাপী জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে চলবে এই সাংস্কৃতিক মিলন মেলা।image_111777_0

ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শিল্পীদের আসর বসবে এই মেলায়। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথা জানান জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিধায়ক সুখবিলাস বর্মা এবং দেবপ্রসাদ রায়।

দেবপ্রসাদ জানান, যখন জলপাইগুড়ি জেলার জন্ম হয়েছিল তখন পঞ্চগড় ভোদা এবং রাজশাহী এলাকা জলপাইগুড়ি জেলার মধ্যে ছিল। এখন ওই জায়গাগুলো বাংলাদেশে অন্তর্গত। সাংস্কৃতিক মেলবন্ধন অটুট রাখার জন্য এই সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন। এই প্রসঙ্গে সুখবিলাস আরও জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভূপতিভূষণ বর্মা, রোকসান আখতার (রুকসা), শবরী দাস সহ এই দেশেরও একাধিক শিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।- ওয়েবসাইট