মমতা ব্যানার্জির সফরের দিকে তাকিয়ে বাংলাদেশ: মুহিত

SHARE

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কবে যাবেন সেদিকেই তাকিয়ে এখন বাংলাদেশ। তবে, আশা রাখছি তিনি খুব দ্রুতই বাংলাদেশ আসবেন।

দুদিনের কলকাতা সফরে এসে এমনটাই জানালেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।image_111775_0

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন ও ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে তিনদিনের ইন্দো-বাংলা সিলেট উৎসব।

বৃহত্তর সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, আলোকচিত্র প্রভৃতি উপস্থাপন করা হচ্ছে তিনদিনের উৎসবে। এসব উপস্থাপনায় বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানকারী বৃহত্তর সিলেটের প্রতিশ্রুতিশীল শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার যোধপুর পার্ক হাইস্কুল মাঠে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এ ছাড়াও ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামি, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে প্রমুখ। আগামীকাল রোববারই এই উৎসবের শেষদিন।- ওয়েবসাইট।