এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় : তথ্যমন্ত্রী

SHARE

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজ শনিবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব আমাদের নেত্রী শেখ হাসিনার সময়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীতে সম্পর্ক আরো দৃঢ় হবে।

এনআরসি নিয়ে তিনি বিতর্ক থেকে দূরে থাকলেও তিস্তার পানি বণ্টন নিয়ে ছিলেন অনেকটাই সোজাসাপ্টা। তিনি বলেন, পানি বণ্টন একটি আন্তর্জাতিক বিষয়। আমরা চাই দু’দেশের মানুষের কল্যাণ হবে এমন একটি সমাধান যেন বের হয়।

পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা বলা শুরু করেছেন যে, বাংলাদেশের প্রায় দুই কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছেন। এনআরসির মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে। তাই নানা মহলে প্রশ্ন উঠেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত নিয়ে।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা। যদিও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী পানিবণ্টন চুক্তির বিরুদ্ধে। নানা মহলের ধারণা পানিবণ্টন নিয়ে এবার আবার দু’দেশের মধ্যে আলোচনা হবে। ঘোষণাও হতে পারে সমাধানের সূত্র।