ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি

SHARE

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ঐ বিশ্বকাপের চিন্তা মাথায় রেখেই আগামীকাল থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এমনটাই আজ সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশ অধিনায়ক রাসেল ডমিঙ্গো। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

ওয়ানডে ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স চোখে পড়ার মতো নয়। সদ্য আফগানিস্তানের কাছে এক ম্যাচের সিরিজ হার সমালোচনার মাত্রা বহগুণে বাড়িয়ে দিয়েছে। তাই হার দিয়েই বাংলাদেশের সাথে নিজের পথচলা শুরু করলেন ডমিঙ্গো।

টেস্ট শেষে এখন বাংলাদেশের হয়ে রঙ্গিন পোশাক পড়ার পালা ডমিঙ্গোর। টি-টোয়েন্টি ফরম্যাটে আগামীকাল বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হবে ডমিঙ্গোর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তায় রেখেই এখন থেকেই পরিকল্পনা করছেন তিনি। তাই ত্রিদেশীয় সিরিজ দিয়েই পথচলা শুরু করছেন ডমিঙ্গো।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি ম্যাচের দিকে এখন আমাদের নজর দেয়া উচিত। বিশ্বকাপের আগে আমরা ১৫ বা ১৬টি ম্যাচ খেলব। তাই এখন থেকেই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করা উচিত। কারন বিশ্বকাপের আগে আমাদের কিছু বিভাগে উন্নতি করতে হবে এবং চাপের মধ্যে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের টেস্ট রেকর্ড তেমন ভালো নয়। তাই ব্যক্তিগতভাবে, দলের কাঠামো নিয়ে কাজ করার দরকার আছে। সামনে এগিয়ে যাবার জন্য আমি অনেক কিছুই চিন্তা করেছি। পরিকল্পনাগুলো কাজে লাগানোর জন্য আমি অনেক বেশি আশাবাদী।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোনো পেসার খেলায়নি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এটি হবে না। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা চিন্তা করে এখন থেকেই পেসারদের নিয়ে কাজ করার কথা বললেন ডমিঙ্গো, ‘এটি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন কন্ডিশনে খেলা এবং পরের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। তাই এখন থেকেই পেসার আমাদের দলে পেসার প্রয়োজন। আমার মনে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু পেস বলার খেলাতে হবে।’

ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায়, ফেভারিটের তকমাটা আফগানিস্তানের দিকেই। কিন্তু ডমিঙ্গো মনে করেন, ‘বাংলাদেশও এবারের আসরে ভালো পারফরমেন্স করবে। আমরা প্রত্যক খেলায় জিততে চাইব। বিশেষভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে। যেকোনো দিন যে কোনো দল যেকোন দলকে হারাতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, কাল আমরাই জিতব, কিন্তু এটি নিশ্চিতভাবে বলতে পারি, আগামীকাল আমরা নিজেদের সেরা পারফরমেন্সই দেব।’

জিম্বাবুয়েকে নিয়ে নিজের অভিমত দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘দলটি সঙ্কটের মধ্যে আছে। তবে তাদের দলগতভাবে ভালো পারফরমেন্স প্রয়োজন। এটি একটি দলকে ধ্বংস করতে পারে বা একত্রিতও করতে পারে। তারা আফ্রিকার একটি অংশ এবং আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এই মূর্হুতে যে, জিম্বাবুয়ে অনেক বেশি পরিশ্রম করছে এতে কোনো সন্দেহ নেই। সামনের দিকে এগিয়ে এই পরিশ্রম তাদের সহায়তা করবে।’