হঠাৎ একটি গানই বদলে দেবে গোটা জীবনটা। হাতের মুঠোয় চলে আসবে যশ, অর্থ, প্রতিপত্তি! রানাঘাট থেকে স্টেশন থেকে রানুর বলিউড জার্নি সত্যিই এখন গোটা দেশ ও দশের কাছে অনুপ্রেরণা! কিন্তু লতা মঙ্গেশকর সম্প্রতি তাকে অনুপ্রেরণা না দিয়ে রানু মন্ডলের উদ্দেশে মন্তব্য করেছিলেন যে নকল করে খুব বেশিদূর এগোনো যায় না। নকল করে সফল হতে গেলে সেটা দীর্ঘস্থায়ী হয় না।
এদিকে বুধবার সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া, ইন্টারনেট সেনসেশন রানু মন্ডলকে নিয়ে বললেন, তিনি লতা মঙ্গেশকরের গান উদ্বুদ্ধ, তবে তার গান ‘সরাসরি নকল’ করেননি। হিমেশ বলেন, রানু তার গানে উদ্বুদ্ধ, কিন্তু তার মতো কিংবদন্তী একজনই হয়। তিনি সেরা।
রেশমিয়া আরো জানান, কারো কাজ থেকে উৎসাহ পাওয়া এবং কারো কাজ নকল করার মধ্যে তফাত রয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যেকে কোথাও থেকে উৎসাহ পাই। এই উদ্বুদ্ধ হওয়াটা জরুরী…আর রানু প্রতিভা নিয়েই জন্মেছেন।’