নেপালের এভারেস্ট পর্বতে নেয়া হবে সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের ব্যাট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ওয়েলি এডওয়াডর্স এ ব্যাপারটি নিশ্চিত করেন।
আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে মাউন্টেন এভারেস্টে ব্যাট নিয়ে যাবার পরিকল্পনা আছে সিএ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের।
গত মাসে ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে খেলতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়ে মারা যান হিউজ। এরপর থেকে হিউজের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে ক্রিকেট বিশ্ব। এবার তারই রেশ গিয়ে পড়ছে নেপাল ক্রিকেটে। তাই পর্বতশৃঙ্গ এভারেস্টে রাখা হবে তার ব্যাট।
হিউজের ব্যাটটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে নিয়ে যাবার পরিকল্পনা করছে সিএ ও ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল। কোন সময়ে এটা নেয়া হবে তা এখনো নিশ্চিত না হলেও আগামী বছরের মার্চ-এপ্রিলে মাউন্টেন এভারেস্টে ব্যাট নিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া হিউজ স্মরণে ৬৩ ওভারের একটি ম্যাচও আয়োজন হতে পারে। ম্যাচটিতে অংশ নিবে অস্ট্রেলিয়ার কিছু খেলোয়াড় ও নেপালের খেলোয়াড়রা। সূত্র: ওয়েবসাইট