আইএস মোকাবেলায় তুরস্কের সহযোগিতা চাইল ইরাক

SHARE

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবেলায় তুরস্কের সহযোগিতা চাইলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।image_111591_0

বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেবতগলু এর সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “তুরস্কের সহযোগিতায় আমরা এ অঞ্চলে আইএস বিরোধী লড়াই চালিয়ে যেতে পারি। সম্মিলিত শক্তি ব্যবহারের মাধ্যমে আইএসকে পরাস্ত করা সম্ভব।”

তিনি বলেন, “আইএস কেবল ইরাক ও তুরস্কের জন্য হুমকি নয়, এটা গোটা অঞ্চলের জন্য হুমকি।”

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনী প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি আম আহ্বান জানিয়েছি।”-আল-আরাবিয়া।