ডেঙ্গু রোগে আক্রান্ত হারিয়ে যাওয়া পথশিশু নাহিদকে ফিরিয়ে দেওয়া হলো তার পরিবারের নিকট

SHARE

প্রায় চার মাস আগে ভোলা জেলার ছেলে নাহিদ ঢাকায় এসে হারিয়ে যায়। আনাদরে অনাহারে ক্ষিদের যন্ত্রনায় নাম লেখায় ঢাকার পথশিশুদের খাতায়। ঢাকার গাবতলির বাসস্ট্যান্ডে কুলি, টোকাইয়ের কাজ করে দিন কাটাতে থাকে। এরই মধ্যে সম্প্রতি ঢাকার ভয়াল ডেঙ্গু জ¦রের মহামারিতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মুমূর্ষ অবস্থায় মুত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। সেই অবস্থায় অলাভজনক সামাজিক সংগঠন পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন তার চিকিৎসার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে হাসপাতালে ভর্তি করান। সেই খবর ইলেক্ট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশাল মিডিয়াতে প্রচার হবার পর তার খোঁজ শুরু করতে থাকে তার স্বজনেরা । নাহিদের বাড়ি ভোলা জেলার বড়ানদী থানার শরালকী গ্রামে। মানুষের মুখে নাহিদের কথা শুনতে পেরে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন নাহিদের নানী। ঢাকায় পৌঁছানোর পর হাসপাতালের নাম না জানার কারণে পথে পথে ঘুরতে হয় তাকে। অবশেষে হাসপাতালের ঠিকানা পেয়ে ছুটে যান এবং দেখা পান আদরের নাতি নাহিদের। নাহিদকে কাছে পেয়ে শেষ হয় অপেক্ষার প্রহর এবং পরিজনদের চোখে ছিলো আনন্দের অশ্রু। পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন তাকে সুস্থ্য করে তার পড়াশোনার ব্যায় ভার বহনের দায়িত্ব নিয়ে নানী‘র হাতে তুলে দেন হারিয়ে যাওয়া নাহিদকে।

সমাজের সকল স্তরের মানুষকে অসহায় ও দুস্থ্য মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেয়ার জন্য পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন একটি অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই আহ্বান জানান। আর্শিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মহিবুর রহমান মুহিব- জাতীয় সংসদ সদস্য (পটুয়াখালী-৪), মোস্তাক আহম্মেদ- উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, গাজী মেজবাউল হোসেন সাচ্চু- যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ- অধ্যাপক ডাঃ মোঃ শাহবুদ্দিন খাঁন, চেয়ারম্যান- আল-হেলাল স্পেশালাইজ্ড হাসপাতাল, মোঃ রকনুল হক- উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সাইমন সাদিক-চিত্রনায়ক ও সমাজসেবক, মোঃ শাহিন-নির্বাহী পরিচালক, পাথওয়ে প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ জামাল মোস্তফা, চেয়ারম্যান, পাথওয়ে।