‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

SHARE

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে সদ্য যুক্ত হওয়া উড়োজাহাজ ‘গাঙচিল’ ফিতা কেটে উদ্বোধনের পর উড়োজাহাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানটি উদ্বোধন ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আজই প্রথমবারের মতো যাত্রী নিয়ে আকাশে উড়াল দেবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি। বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে এর যাত্রা শুরু হবে।

গাঙচিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। উড়োজাহাজটির ২৭১টি আসনের মধ্যে বিজনেস ক্লাস আসন ২৪টি, বাকিগুলো ইকোনমি ক্লাসের।

২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে চারটি ৭৭৭-৩০০ইআর, দুটি ৭৩৭-৮০০ এবং চারটি ড্রিমলাইনার ৭৮৭-৮ উড়োজাহাজ ছিল।

২৫ জুলাই সিয়াটল থেকে সরাসরি দেশে আসে গাঙচিল (তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার)। এর ফলে মোট ৯টি নিজস্ব উড়োজাহাজাজ বহরে পেল বিমান। আগামী ১২ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ‘রাজহংস’ নামে চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি।