রাজধানীতে পুরোদমে চলছে কোরবানির বর্জ্য অপসারণ

SHARE

গতকাল ছিল ঈদুল আজহা। সকালে নামাজ পড়েই রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশু জবাই শুরু হয়। এরপর শুরু হয় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ। এখন বেশ জোরেশোরে চলছে বর্জ্য অপসারণ কাজ। ইতোমধ্যেই বেশ কিছু এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রধান সড়কে খুব কমই বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। বিভিন্ন রাস্তায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল বেলা ১২টার দিক থেকেই শুরু করেছে বর্জ্য অপসারণ কাজ।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ডিএনসিসি ও ডিএসসিসি কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। ইতোমধ্যেই বিপুলসংখ্যক বর্জ্য অপসাণ সম্পন্ন হয়েছে উভয় সিটিতে।