মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক

SHARE

একইসাথে, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ। মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে জানা গেছে

ভারতে বন্যায় এখনও পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। একইসাথে, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ। মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে জানা গেছে। খবর এনডিটিভি।

কেরালায় গত তিনদিনে রাজ্যটিতে ৭২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যসরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে উদ্ধারকারীদল প্রস্তুত করতে এবং আকাশপথে জলমগ্ন গ্রামগুলিতে খাবার পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ানাদ, কান্নুর ও কাসারগদ এই তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছ’টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

এদিকে, কর্ণাটকে দু’লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। সেখানে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানান, রাজ্যের ১৭টি জেলার ১,০০০টি গ্রাম বন্যাবিধ্বস্ত। উত্তর কর্ণাটকের কয়েকটি জেলা মিলিয়ে ৬ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

একইসাথে, মহারাষ্ট্রে বন্যার প্রকোপে চার লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যের ভয়াবহ বন্যার জন্য ‘নজিরবিহীন’ বৃষ্টিকেই দায়ী করেছেন।