পাকিস্তানি ক্রিকেটারদের টেস্ট থেকে অবসরের ধুম!

SHARE

পেসার মোহাম্মদ আমিরের পর ওয়াহাব রিয়াজও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। স্থানীয় দুনিয়া নিউজ-প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। ৩৪ বছর বয়সী রিয়াজ নিজের সিদ্ধান্তের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন।

বর্তমানে টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় অবস্থান করা এই পেসার দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে রিপোর্টে বলা হয়েছে। পাকিস্তানের হয়ে ২৭ টেস্টে ৮৩ উইকেট শিকার করা রিয়াজের সেরা বোলিং ফিগার ৫/৬৩। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিযার বিপক্ষে লংগার ভার্সনে নিজের শেষ ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এই পেসার।

এর আগে গত ২৬ জুলাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) মাধ্যমে দেয়া এক বিবৃতিতে অবসর ঘোষণা দেন ২৭ বছর বয়সী পেসার মোহাম্মদ আমির। তিনি জানান, সাদা বলে আরো মনোযোগী হওয়ার লক্ষ্যে লংগার ভার্সন থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এত কম বয়সে অবসর নেওয়ার কারণে আমিরের ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক গ্রেট ক্রিকেটাররা। শোয়েব আখতার তো বলেইছেন, তিনি নির্বাচক হলে এমন ক্রিকেটারকে দলেই নিতেন না।