শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল টাইগাররা

SHARE

শ্রীলংকার বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করল টাইগাররা। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে ট্রফি নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।

আজ রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ, মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে ২৩৮ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে অভিস্কা ফার্নান্দোর ঝড়ো ফিফটিতে ৩২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় শ্রীলংকা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গত ২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯১ রানে হারিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। রবিবার লঙ্কানরা দ্বিতীয় ম্যাচটি জিতেছে ৭ উইকেটে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই (বুধবার)।

এদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ২৩৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারে উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা। স্বাগতিদের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন অভিশকা ফার্নান্দো।

দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৪১ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৩৮/৮ (মুশফিক ৯৮*, মিরাজ ৪৩, তামিম ১৯, মোসাদ্দেক ১৩, মিঠুন ১২, সৌম্য ১১, সাব্বির ১১, মাহমুদউল্লাহ ৬, তাইজুল ৩, মোস্তাফিজ ২*)।

শ্রীলংকা : ৪৪.৪ ওভারে ২৪২/৩ (ফার্নান্দো ৮২, ম্যাথিউস ৫২*, কুশল মেন্ডিস ৪২*, কুশল পেরেরা ৩০;মোস্তাফিজ ২/৫০)।

ফল : শ্রীলংকা ৭ উইকেটে জয়ী।