ফিল্ডিং কোচকে শোকজ করবে বিসিবি

SHARE

বিশ্বকাপ থেকেই বাজে ফিল্ডিংয়ের চরম প্রদর্শনী দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি শ্রীলঙ্কা সিরিজেও এই ধারা অব্যাহত রয়েছে। দলের এমন বাজে ফিল্ডিং নিয়ে বেশ চিন্তিত বিসিবি। ফিল্ডিং কোচ রায়ান কুককে নিয়ে দল সংশ্লিষ্ট কারও আপত্তি না থাকায় তার চাকরি যায়নি। কিন্তু লঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আবার বাজে ফিল্ডিংয়ের পর নতুন করে ভাবছে বিসিবি। বাজে ফিল্ডিংয়ের কারণ জানতে রায়ান কুককে শোকজ করা হতে পারে।

গতকাল শনিবার বোর্ড সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ পদে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গেভেল্ট এবং স্পিন বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। ফিল্ডিং কোচ টিকে যাওয়ায় সভায় তাকে নিয়ে আলোচনার এজেন্ডা ছিল না। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজে ফিল্ডিংয়ের কারণে সভায় আলোচনা হয়। বিসিবি সভাপতিসহ বাকী পরিচালকেরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিকদের বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘ফিল্ডিং কোচ নিয়ে সভায় আলাপ হয়েছে। আপাতত আমাদের মাথায় ছিল না ফিল্ডিং কোচের ব্যাপারটা। আমাদের ধারণা ছিল ফিল্ডিং কোচ ভালো। যদিও বিশ্বকাপে দেখেছি আমাদের ফিল্ডিং একটা বড় মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু গতকালকের (শুক্রবার) ম্যাচের পর, আর কী বলব, এরকম ফিল্ডিং, কল্পনাই করা যায় না!’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো ব্যাটিং-বোলিং না করলে হয়তো বাদ দিয়ে দেই। ফিল্ডিংয়ে সেটা করা হয় না। আজকে (শনিবার) সভায় আলোচনা হয়েছে যে ফিল্ডিং ভালো না করলেও এখন থেকে আর জায়গা হবে না। ফিল্ডিংও ভালো করতে হবে। আমরা প্রথম কাজ যেটি করব, ফিল্ডিং কোচের কাছে জিজ্ঞেস করব, এই অবস্থা হলো কি করে? বাংলাদেশ দলের ফিল্ডিং এত খারাপ ছিল না। আচমকা এরকম খারাপ হয়ে গেল কেন। আগে তার জবাব শুনব। তার পর সিদ্ধান্ত নেব নতুন ফিল্ডিং কোচ নেব কি নেব না।’