যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

SHARE

জেরেমি হান্টকে পরাজিত করে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন। কনজারভেটিভ পার্টির এই নেতা সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

দুই মাসের ভোটের আনুষ্ঠানিতা শেষে আজ মঙ্গলবার স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার নিবন্ধিত ভোটার সোমবার বিকেল পর্যন্ত ভোট দেন।

জানা গেছে, বরিস জনসন ৯২ হাজার একশ ৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর আগে লন্ডনের মেয়রও ছিলেন তিনি। আর বরিসের প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ছয়শ ৫৬ ভোট।

আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আর কালই পদত্যাগপত্র জমা দেবেন থেরেসা মে।