ফাইনালে কোন দল সমর্থন করবেন ‘সুলতান অব সুইং’?

SHARE

নিজের দেশ পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বিশ্বকাপ ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই দেশেই থাকেন বহু পাকিস্তানি। তাই ফাইনালে কার হয়ে গলা ফাটাবেন সেটা স্থির করতে পারছিলেন না বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। অবশেষে নিজেই টুইট করে জানিয়ে দিলেন, ইয়োইন মরগানের দলের প্রতিই তার সাপোর্ট থাকবে।

টুইটারে রিভার্স সুইংয়ের সম্রাট বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে আমি ইংল্যান্ডে বাস করছি। আমার হৃদয় যে দিকে, রবিবার আমি তাকেই সমর্থন করব।’

১৯৯২ বিশ্বকাপের ফাইনালে আকরামের দুটো স্বপ্নের ডেলিভারি ইংল্যান্ডের আশা চুরমার করে দেয়। পর পর দুই বলে ‘সুলতান অফ সুইং’ ফিরিয়ে দিয়েছিলেন অ্যালান ল্যাম্ব ও ক্রিস লুইসকে। তার পরের ঘটনা ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে ইমরান খানের হাতে উঠেছিল বিশ্বকাপ। এবার নিশ্চিতভাবেই নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। ১৪ জুলাই লর্ডসের ব্যালকনিতে কার হাতে কাপ ওঠে সেটাই এখন দেখার।