‘হাথুরুসিংহের রেকর্ড ভালো; তিনিও কোচ হতে পারেন’

SHARE

প্রধান কোচ স্টিভ রোডসের বিদায়ের পর জোড় গুঞ্জন শুরু হয়েছে, জাতীয় দলের সাবেক কোচ তথা বর্তমান শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংহেকে আবারও নিয়োগ দিতে পারে বিসিবি। জল্পনার আগুনে ঘি ঢেলেছে আরও একটি সংবাদ। হাথুরুকে জাতীয় দল থেকে অব্যাহতি দিতে চাইছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমতাবস্থায় আজ গণমাধ্যমের কাছে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, হাথুরুসিংহের রেকর্ড ভালো। বোর্ড ঠিক করবে তাকে আবারও ফিরিয়ে আনা হবে কিনা।

বিসিবি কার্যালয়ে হাতুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারে সুজন বলেন, ‘চন্দিকা যদি আমাদের জন্য ভালো হয়, তবে কেন নয়। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে চন্দিকাই আসবে সেটা জোর দিয়ে বলছি না। চন্দিকার সঙ্গে বোর্ড কথা বলছে সেটাও বলছি না। আমি বলছি যে কোনো একটা নাম। সে যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়। চন্দিকার রেকর্ড ভালো। সে যে আসবে সেটা নয়…। শ্রীলঙ্কার যে রেজাল্ট তার সঙ্গে হয়তো চুক্তি নবায়ন হতে পারে।’

তবে যিনিই নতুন কোচ হিসেবে আসুক না কেন, তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অল-রাউন্ডার। তিনি বলেছেন, ‘আমি মনে করি বিশ্বকাপ যেহেতু শেষ, চার বছর পর আরেকটি বিশ্বকাপ হবে; তাই আমাদের দীর্ঘমেয়াদি চিন্তা করা উচিত। চার বছর পর বাংলাদেশ টিমকে আমরা কেমন দেখতে চাই। তখন টিমের শক্তি কেমন হবে। কারা আমাদের ভবিষ্যতের তারকা। এটা নিয়ে কাজ করতে কোচকে কিন্তু সময় দিতে হবে। আমরা তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অপেক্ষা করতে হবে। দলকে সময় দিতে হবে।’