আর্চার রোমান সানাকে সাকিবের শুভেচ্ছা

SHARE

বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নজর যে শুধু ক্রিকেটে থাকে না, নজর থাকে দেশীয় ক্রিড়া জগতের সব ক্ষেত্রেই। বিশ্বকাপে বর্তমানে ব্যস্ত সময় পার করলেও তাই শুভেচ্ছা জানাতে ভুলেননি আর্চার রোমান সানাকে।

নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে বাংলাদেশের জন্য অবিস্মরণীয় সাফল্য বয়ে এনেছেন তরুণ আর্চার রোমান সানা। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশের কোনো পদক এলো।

এছাড়া পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে রোমান ৭-১ সেট পয়েন্টে ইতালির নেসপলি মাওরোকে হারায়। শুধু তাই নয়, তার চাইতেও বড় সুসংবাদ হচ্ছে বাংলাদেশের হয়ে প্রথম কোনো আর্চার সরাসরি অংশ নিতে যাচ্ছে ২০২২ সালের অলিম্পিকে।

এমন অর্জনে টাইগার দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে রোমান সানাকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লিখেন, ‘অভিনন্দন, রোমান সানা! প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয় করার পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে আমাদের গর্বিত করায় অসংখ্য ধন্যবাদ।’