বাফুফের জন্য বাজেটে ২০ কোটি টাকা!

SHARE

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট। দেশের ক্রীড়াঙ্গনের জন্য এই বাজেটে চমক হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দেশের মৃতপ্রায় ফুটবল অঙ্গনকে পুনরুজ্জীবিত করে তুলতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এই প্রস্তাব করেন।

অনেকদিন ধরেই বাফুফের পক্ষ থেকে ২০ কোটি টাকা বরাদ্দের জন্য বলা হয়ে আসছিল। আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে ফুটবলে বরাদ্দ প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন, ‘২০১৯-২০ অর্থ বছরের বাজেটে দেশের ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশেষ অনুদান হিসেবে ২০ কোটি টাকা বরাদ্দের জন্য আমি প্রস্তাব করছি।’

তবে সামগ্রিকভাবে আগামী বাজেটে যুব ও ক্রীড়া খাতে গত অর্থবছরের চেয়ে বরাদ্দ কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার চার শ ৯৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে সেটা বাড়িয়ে ১ হাজার পাঁচ শ’ ১৯ কোটি টাকা করা হয়েছিল। কিন্তু ২০১৯-২০২০ প্রস্তাবিত অর্থবছরে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জন্য ১ হাজার চার শ ৮৫ কোটি টাকা রাখা হয়েছে।