বিশ্বকাপে সব দলকে ভোগাবে বৃষ্টি : টেইলর

SHARE

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়রা গড়ছেন বিভিন্ন রেকর্ড। পিছিয়ে নেই ইংল্যান্ড বিশ্বকাপের সৌন্দর্য কেড়ে নেওয়া বৃষ্টিও। ইতিমধ্যেই চার ম্যাচ পরিত্যক্ত হওয়াতে বিশ্বকাপের সর্বোচ্চ সংখ্যক খেলা পরিত্যক্ত হওয়ার রেকর্ড হয়ে গেছে। শঙ্কা আছে আরও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার। আজ ভারত এবং নিউজিল্যান্ডের খেলা না হওয়ার সম্ভাবনাই যখন বেশি! তখন সেই রেকর্ড আরও সমৃদ্ধ হবে। যে বিশ্বকাপের এখনও অর্ধেকও শেষ হয়নি! সেই বিশ্বকাপের নিয়ন্ত্রণ যেন এখন বৃষ্টির কাছে। তাই এবারের বিশ্বকাপে সব দলকে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলো ভোগাবে বলে মনে করেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেন রস টেইলর বলেন, ইংল্যান্ড দারুণ জায়গা। কিন্তু এটা এখানের আবহাওয়া ঠিক না। তারপরও টুর্নামেন্টের একটা লম্বা সময় এখনও বাকি। আমি নিশ্চিত বৃষ্টি সব দলকে ভোগাবে ।’

টেইলরের মতে পরিত্যক্ত ম্যাচ নিয়ে বেকায়দায় পড়বে সব দল। অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় বাদ পড়তে পারে যে কোন ফেবারিট দলও। আবারো দুর্বল দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে। ভারত ও নিউজিল্যান্ড এখনও অপরাজিত রয়েছে। নিউজিল্যান্ড তিনে তিন জিতে ৬ পয়েন্ট নিয়ে রীতিমতো উড়ছে। আর ভারত তো দুই ম্যাচ খেলে জিতেছে দুটিতেই, তাদের পয়েন্ট ৪। আজকের ম্যাচ খেলা না হলে পয়েন্ট এক এক করে ভাগাভাগি করতে হবে দল দুটিকে।

এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার দুটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার। দলটি আয়াল্যান্ডের সাথে মাত্র এক ম্যাচ জিতেই ৪ পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট তালিকার ৫ স্থানে। অথচ বাংলাদেশ, উইন্ডিজ ও পাকিস্তানের মতো দলগুলোকে বৃষ্টির কারণে ধুঁকতে হয়েছে। আর লাভবান হয়েছে শ্রীলঙ্কা। কারণ সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই দলটি। তবে এখনও কারো জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বলে মনে করেন টেইলর। তিনি বলেন, বাকি নয়টি দল এখনও টিকে আছে কিংবা সত্যিকার অর্থে সাতটি দলের এখনও সুযোগ রয়েছে।’