‘বিফ’ থেকে ‘বিপ’, তবুও কলকাতায় হুমকির মুখে বন্ধ গরুর মাংসের উৎসব

SHARE

পশ্চিমবঙ্গের কলকাতায় যারা নানা রকম মাংসের খাবার খেতে ভালবাসেন অথচ মনের মতো খাবার সব রেস্টুরেন্টে পান না, তাদের জন্য এ মাসের শেষে একটা বিফ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। প্রথমে ঠিক হয় দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলের নীচে এই আসর বসবে। কিন্তু উৎসবে আগ্রহীদের সংখ্যা অনেক বেড়ে যায়। তখন জানানো হয়, মধ্য কলকাতার সাদার স্ট্রিটে লিটন হোটেলের গার্ডেন কাফেতে এটি হবে আগামী ২৩ জুন।

ফেসবুকের পাতায় উদ্যোক্তাদের এই পোস্ট বেরোনোর পর থেকেই উৎসবের নাম নিয়ে বিতর্ক বাধে, প্রতিবাদের ঝড় ওঠে। দিন দুয়েক আগে ফেসবুকেই আবার জানানো হয় যে, নানা মহল থেকে চাপ আসায় উৎসবের নামে বিফের বদলে ‘বিপ’ বসানো হলো। এর পরেও উদ্যোক্তাদের হুমকি দিয়ে প্রায় ৩০০ বার্তা আসে। শেষ পর্যন্ত গতকাল শুক্রবার চাপ ও হুমকির মুখে হোটেল ও অতিথিদের নিরাপত্তার কথা ভেবে কলকাতা বিপ উৎসব বন্ধ করে দেওয়া হলো।

সূত্র: ভয়েস অব আমেরিকা বাংলা