বাংলাদেশের বিপক্ষে জেতার জন্যই মাঠে নামবে দক্ষিন আফ্রিকা

SHARE

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৭ রানে হেরে এমনিতেই চাপের মুখে আছে দক্ষিন আফ্রিকা। তার ওপর আজকে তাদের ম্যাচ বাংলাদেশের সাথে। এ ম্যাচে কোনভাবে কোনো ‘অঘটন’ ঘটে গেলে দারুন ঝামেলার মুখে পড়ে যাবে তাদের এবারের বিশ্বকাপ স্বপ্ন। তবে সংবাদ সম্মেলনে এসে তাহির দৃঢ় কণ্ঠেই জানিয়ে দিলেন, বাংলাদেশের বিপক্ষে তারা জেতার জন্যই নামবেন।

আজ নিজের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। তার আগে গতকাল শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের মুখোমুখি হন।

প্রথম ম্যাচ হেরে তার দল চাপের মধ্যে আছে কিনা জানতে চাইলে তাহির বলেন, যেকোনো বড় মঞ্চের খেলাতে ম্যাচেই দলের সবার ওপর আলাদা চাপ থাকে। তবে তাহিরের মতে চাপকে ইতিবাচকভাবে নিয়ে খেলায় সেটি প্রয়োগ করতে পারলেই বরং উপকার হয় দলের।

তিনি জানান, “আমরা দারুন একটা দলের বিপক্ষে হেরেছি। তাদের (ইংল্যান্ড) ব্যাটিং লাইন আপকে ৩১০ রানে আটকে দেওয়া মোটেই সহজ নয়, সেটি আমরা করতে পেরেছি। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই পরের ম্যাচে নামব।

বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে ‘অঘটন’ ঘটার শঙ্কা থাকে কিনা সেই প্রশ্নে তাহির বলেন, “খেলায় হারজিত আছেই। আর প্রতি ম্যাচের আগে চাপ থাকেই। এটি নিয়ে আমরা মাথা ঘামাচ্ছিনা। বাংলাদেশের বিপক্ষে আমরা জয়ের জন্যই খেলব।”

তাহিরের আত্ববিশ্বাস, আত্ববিশ্বাসী বাংলাদেশ শিবিরও। লড়াইটা আজ তাহলে হবে সমানে সমান!