স্কুলের বেতন না দেয়ায় ছাত্রকে পিটিয়ে হত্যা শিক্ষকের

SHARE

teacherশিক্ষকের বেধড়ক পিটুনিতে মারা গেছে সাত বছরের এক স্কুলছাত্র। ‘অপরাধ’ স্কুলের বেতন দিতে পারেনি তার মা-বাবা। ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে এই ঘটনা ঘটেছে।

ইউপি পুলিশের সিনিয়র কর্মকর্তা এমপি সিং জানিয়েছেন, বুধবার সকাল ১১ টার দিকে অভিযুক্ত শিক্ষক আরজ (৭) নামের এক ছাত্রের মাথা দেয়ালে সজোরে ঠুকে দেন। এতে আরজের নাক দিয়ে গলগল করে রক্ত বেরতে শুরু করে।

স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ আরজকে হাসপাতালে নিয়ে যায়। খবর দেয়া হয় আরজের বাবা-মাকে। তবে কী ঘটনা ঘটেছে তা লুকিয়ে বলা হয়, আরজ অসুস্থ, তারা যেন এসে ছেলেকে স্কুল থেকে নিয়ে যান। আরজের মা-বাবা যখন আসেন তখন আরজ সংজ্ঞাহীন ছিল। এর কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় তার।

ময়নাতদন্তে জানা গিয়েছে, মাথায় গভীর চোটের কারণেই মৃত্যু হয়েছে আরজের। এর পরেই স্কুল ও স্থানীয় থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে জনতা।

নিহত স্কুল ছাত্র আরজের গ্রাম নানকারার বাসিন্দারা, আরজের বাবা-মা ও স্কুলের অন্যান্য ছাত্রীছাত্রীদের অভিভাবকরা স্কুলের অধ্যক্ষের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে।

এই ঘটনায় স্কুলের ম্যানেজোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।