পাকিস্তানে তালেবানের হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দুই মিনিটের নীরবতা পালন করেছে ভারত। মঙ্গলবার পেশওয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে ভয়াবহ জঙ্গি হামলায় ১৪১ জন নিহত হয়।
ভারতের সংসদসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়।
এর আগে গতকাল রাতে পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করে সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভি জানায়, পাকিস্তানের স্কুলে নিহতদের জন্য শোক প্রকাশ করতে দেশের সব প্রতিষ্ঠানে দুই মিনিটের নীরবতা পালনের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।–ডন।