রুবেল তাণ্ডবে কাঁপছে ভারত

SHARE

সাইফউদ্দিনের পর ভারতের ব্যাটিং লাইনে আবারো আঘাত হানেন রুবেল হোসেন। ৭ বল খেলে ২ রান করেই রুবেলের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বিজয় শঙ্কর।

এর আগে মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারেই পঞ্চম বলে এলবিডাব্লিউয়ের শিকার হন শিখর ধাওয়ান। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলে ১ রান সংগ্রহ করেন তিনি। ১৩ ওভারের মাথায় রুবেলের প্রথম ওভারেই বোল্ড হয়ে সাজঘরের পথে হাঁটেন রহিত শর্মা। তিনি ৪২ বল খেলে ১৯ রান করেন। ৪৬ বলে ৪৭ রান করে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরেন বিরাট কোহলিও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৩ ওভার খেলে ১১১ রান সংগ্রহ করছে ভারত। ক্রিজে আছেন ৩৪ বলে ৩৩ রান করা লোকেশ রাহুল। অন্য প্রান্তে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেইন।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, কেদার যাদব, জসপ্রীত বুমরাহ, যুজুবেন্দ্র চাহাল।