বন্দি লেইলার অনশনের ২০০ দিন

SHARE

বিশ্বজুড়ে হাজারো জেলবন্দি এবং ডজন ডজন ভক্ত-অনুসারী-কর্মীরা অনশন পালন করে যাচ্ছেন। তারা প্রিয় নেত্রী লেইলা গুভেনের বন্দিত্বের পরিত্রাণ চান। তুরস্কের এইচডিপি হাক্কারি এমপি এবং ডেমোক্রেটিক সোসাইটি কংগ্রেসের কো-চেয়ার লেইলার প্রতিবাদী অনশনের ২০০তম দিন পার হচ্ছে। ২০১৮ সালের ৭ নভেম্বর তিনি অনশন শুরু করেন। তার এই কঠোর অবস্থান অন্যান্য জেলবন্দি নেতাকর্মীসহ ভক্ত-অনুসারীদের প্রতিবাদের ভাষাকে আরো শক্তিশালী করে তোলে। সংসদ নির্বাচনে বিজয়লাভ সত্ত্বেও তাকে অবৈধভাবে জেলে বন্দি করা হয়েছে।

স্ট্রাসবোর্গের ১৪ জন কুর্দিশ মানবাধিকারকর্মী অনশনরত অবস্থায় ১৬১ দিন পার করেছেন। আবার জেলবন্দি কর্মীরাও ১৬১ দিনের অনশন অবস্থা কাটাচ্ছেন। ৩০ এপ্রিল থেকে ১৫ জন জেলবন্দি তাদের এই অবস্থানকে আমৃত্যু অনশন হিসেবে ঘোষণা দেন। ১০ মে এর মধ্যে এ দলে আরো ১০ জন যোগ দেন।

কুর্দিশ নেতা আবদুল্লাহ ওকালানের আইনজীবীরা কুর্দিশ জনগণের পক্ষ থেকে পাঠানো বার্তা পৌঁছে দেন গুভেনের কাছে।

এইচপিপি হাক্কারি এমপি বলেন, আইনজীবীরা আমার সঙ্গে দেখা করেছেন। তারা ওকালানের বার্তা দিয়েছেন আমাকে। তারা এখন অনশনরত অন্যান্য বন্দির মাঝে একই বার্তা পৌঁছে দেয়ার জটিল দায়িত্ব পালনের চেষ্টা করছেন। জনগণের মাঝে আমরাও আমাদের মতামত খুব দ্রুত ব্যক্ত করবো।
সূত্র: এএনএফ