‘সঞ্জয় সেই তারকা যাকে সবচেয়ে বেশি ভুল বুঝেছি আমরা’

SHARE

‘সঞ্জয় দত্ত- ওয়ান ম্যান, মেনি লাইভস্’— বইটি সদ্য প্রকাশ করলেন রামকমল মুখোপাধ্যায়। সঞ্জয় দত্তের বর্ণময় জীবনকে নিয়েই এই বইটি লিখেছেন তিনি। এর আগে বলি অভিনেত্রী হেমা মালিনীকে নিয়ে তিনি লিখেছিলেন, ‘বিঅন্ড দ্য ড্রিমগার্ল’। তার পরই এই বই লেখার শুরু বলে জানিয়েছেন লেখক।

রামকমলের কথায়, ‘‘এটা স্বীকৃত বায়োগ্রাফি নয়। সাংবাদিক হিসেবে সঞ্জয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে আমার। ওঁর সঙ্গে কোনও ব্যক্তিগত কানেকশন নেই। আমার মনে হয়েছে আমাদের জেনারেশনে সঞ্জয় সেই তারকা যাকে সবচেয়ে বেশি ভুল বুঝেছি আমরা।’’

সঞ্জয়কে নিয়ে বহু কাজ হয়েছে বলিউডে। কখনও সিনেমা, কখনও বা বই লেখা হয়েছে তাঁকে নিয়ে। এই বইটি পড়লে সঞ্জয় হতাশ হবেন না, এটুকু নিশ্চিত করে বলছেন আত্মবিশ্বাসী রামকমল। আনন্দবাজার