চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, সিআইএ এজেন্ট কারাগারে

SHARE

চীনের কাছে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক তথ্য প্রদানের দায়ে সাবেক সিআইএ কর্মকর্তা কেভিন ম্যালোরিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

৬২ বছর বয়সী কেভিন ম্যালোরির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রায় ২৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে চীনের কাছে গোপন তথ্য বিক্রি করেছেন তিনি। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আরো কয়েকটি অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে।

মান্দারিন ভাষায় বেশ ভালো দখল রয়েছে তার। যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর নথিগুলোতে তার অবাধ প্রবেশের অধিকার ছিল। মামলার নথিতে উপস্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেশ কিছু প্রশাসনিক কাগজপত্র একটি পোস্ট অফিসে গিয়ে নিজের মেমোরিতে স্ক্যান করে নিচ্ছেন তিনি। ২০১৭ সালের মার্চ ও এপ্রিলে চীনের সাংহাইতে সে দেশের এজেন্টদের সঙ্গেও তার বৈঠকের তথ্য উঠে এসেছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল যাচরি ট্রিউইগার জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন কেভিন। সে কারণে তাকে ২০ বছরের সাজা শোনানো হয়েছে।