হলিউড অভিনেত্রী ডোরিস ডে মারা গেছেন

SHARE

বরেণ্য হলিউড অভিনেত্রী ডোরিস আর নেই। সোমবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। নিজের প্রতিষ্ঠিত ডরিস ডে অ্যানিম্যাল ফাউন্ডেশন এক বিবৃতিতে বিবিসিকে মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

বিবিসি জানায়, ডোরিস সোমবার ক্যালিফোর্নিয়ার কারমেল ভ্যালিতে তার নিজ বাড়িতে মারা যান। কিছুদিন যাবত অসুস্থতায় ভোগছিলেন ছিলেন ডরিস। হয়েছিল নিউমোনিয়া। তবে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত ডরিসের স্বাস্থ্য তার বয়সের তুলনায় খুবই ভাল ছিল।

পঞ্চাশ ও ষাট দশকজুড়ে হলিউড ইন্ডাস্ট্রি শাসন করেছেন ডোরিস ডে। তার অন্যতম জনপ্রিয় সিনেমা হলো ‘পিলো টক’, ‘দ্যাট টাচ অব মিংক’ ও ‘দ্য ম্যান হু নিউ টু মাচ’। বিশ্বনন্দিত অভিনেত্রী ডোরিস ডের মৃত্যুতে শোক নেমে এসেছে হলিউড অঙ্গনে।

মিডিয়ায় ডোরিসের যাত্রা গায়িকা হিসেবে। পরে নায়িকা। ১৯৬০ সালে ‘পিলো টক’ চলচ্চিত্রের জন্য অস্কার মনোনয়ন পেলেও এই পুরস্কার পাননি তিনি। ২০০৪ সালে ডোরিসকে প্রেসিডেনশিয়াল মেডেল এবং ২০০৮ সালে গ্র্যামিতে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।