চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ হতে পারে ম্যানচেস্টার সিটি!

SHARE

প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েও পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হতে পারে ম্যানচেস্টার সিটি। টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল ম্যানচেস্টার সিটি। গত ফেব্রুয়ারিতে জিতেছে লিগ কাপও। আর ট্রফি জয়ের ৪৮ ঘন্টার মধ্যে ধাক্কা দেওয়া এই খবর শুনতে হচ্ছে সিটিকে।

সিটির বিপক্ষে অর্থনৈতিক জালিয়াতির অভিযোগ তুলেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা—উয়েফা। তারা আর্থিক লেন দেনের সঠিক হিসেবে দিতে পারেনি। ক্লাবের ইনভেস্টমেন্ট ও স্পনসরশিপের আর্থিক আদান প্রদানের চুক্তিতে অনেক গড়মিল রয়েছে। তদন্তের পর এই সিদ্ধান্ত এসেছে উয়েফা তদন্তকারী কর্মকর্তারা। দীর্ঘ কয়েক মাস ধরে তদন্তের চালিয়েছিল তারা।

আর্থিক নিয়ম ভাঙার অপরাধে সিটিকে কড়া শাস্তির দিতে পারে উয়েফা। সেক্ষেত্রে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে নিষিদ্ধ করতে পারে।

উয়েফার অর্থনৈতিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও প্রধান তদন্তকারী ইয়েভেস লিটারমি সংবাদমাধ্যমকে বলেছেন, যা বলা হয়েছে তা যদি সত্য হয় তাহলে বড়রকমের সমস্যা হতে পারে। ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ শাস্তি হতে পারে।