এবারও হলো না ম্যারাডোনার

SHARE

চর্মগোলকটা তাঁর বাঁ পায়ের কথা যেমন শুনেছে, তেমনি ভরিয়ে দিয়েছে সাফল্যে। খেলা ছাড়ার পর ডিয়েগো ম্যারাডোনা সেই সাফল্যের জন্য হন্যে সেই কবে থেকে, কিন্তু এবারও একটা শিরোপা ধরা দিল না তাঁর হাতে।

মেক্সিকান লিগে টানা দ্বিতীয় ফাইনাল হারের স্বাদ নিয়েছেন কোচ ম্যারাডোনা। মৌসুমের দ্বিতীয় ভাগের ফাইনালে পরশু তাঁর দল দোরাদোসকে ১-০ গোলে হারিয়ে সেই শিরোপা ছুঁয়েছে সান লুইস।

মৌসুমের শুরুতে ম্যারাডোনা যখন মেক্সিকোর সিনালুয়া প্রদেশের কুলিয়াকানের দল দোরাদোসের দায়িত্ব নেন, তখন অনেকেই বাঁকা হাসি হেসেছেন। কারণ জায়গাটা মাদক রাজ্য হিসেবে কুখ্যাত। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি সমালোচকদের জবাব দিয়ে দোরাদোসকে তুলে নিয়েছিলেন মৌসুমের প্রথম ভাগ ‘অ্যাপারচুরা’র ফাইনালে।

দ্বিতীয় ভাগ ‘ক্লাউসুরা’র ফাইনালেও ১০৩ মিনিটে গোল হজম করে স্বপ্নভঙ্গ। ম্যাচ শেষে ম্যারাডোনার প্রতিক্রিয়া, ‘আমি মারাই যাচ্ছিলাম…এখন অবশ্য ঠিক আছি। তবে ছেলেদের জন্য খুব খারাপ লাগছে।’
সূত্র: এএফপি