উ. কোরিয়ার সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনো তিনি পিয়ংইয়ংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহী। উত্তর কোরিয়া ছোট-পরিসরের একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর তিনি এ ধরনের কথা বলেন।

এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে কিম জং উন পরমাণুমুক্ত হওয়ার যে কথা দিয়েছেন, সেই অবস্থান থেকে সরে যাবেন না।

তিনি আরো বলেন, মজার এই পৃথিবীতে যে কোনোকিছু সম্ভব। কিন্তু আমি বিশ্বাস করি যে, কিম অবশ্যই তার দেশের অর্থনৈতিক গুরুত্ব বুঝবেন। সে কারণে কিছুই না করে এই খেলা শেষ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আমি তার সঙ্গে আছি এবং চাই না যে তার দেওয়া কথার ব্যত্যয় ঘটুক। চুক্তি অবশ্যই হবে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের হোদো উপদ্বীপের ওনসান শহর থেকে উত্তর-পূর্ব দিকে একাধিক ছোট পরিসরের মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ প্রধানরা একটি বিবৃতি প্রকাশ করেন। তারা জানায়, মিসাইলটি ৭০ থেকে ২০০ কিলোমিটার (৪৫ থেকে ১২৫ মাইল) দূরত্ব অতিক্রম করে। সেই তথ্য জানার পরই এ ধরনের মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।