সিংহাসনে আরোহণ করলেন নতুন থাই রাজা, আনুষ্ঠানিকতা চলবে তিনদিন

SHARE

আনুষ্ঠানিকভাবে আজ সিংহাসনে আরোহণ করলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ। সিংহাসনে তার আরোহণ উপলক্ষ্যে তিনদিন ধরে চলবে আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় ১০টা ৯ মিনিট থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে সোমবার পর্যন্ত।

জানা গেছে, ৬৬ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণকে পরিশুদ্ধ করতে পবিত্র পানি ছিঁটানো হবে। সেজন্য দেশের শত স্থান থেকে পানি সংগ্রহ করা হয়েছে।

এর আগে প্রায় ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন তার বাবা ভূমিবল আদুল্যাদেজ। ২০১৬ সালে তিনি মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে শোক পালন করা হয় সারাদেশে। ভাজিরলংকর্ণ এতদিন ধরে দেশের সাংবিধানিক রাজার দায়িত্ব পালন করেছেন। এবার আনুষ্ঠানিকভাবে তিনি সিংহাসনে আরোহণ করলেন।

জানা গেছে, সিংহাসনে আরোহণের আগে চতুর্থ বিয়ে সেরে ফেলেছেন তিনি। রাজপ্রাসাদে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী সুথিদা তিজাইকে বিয়ে করেন তিনি। আগে থাই এয়ারওয়েজে বিমানবালা ছিলেন রানি সুথিদা। বিমানে নতুন রাজার সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেম; একপর্যায়ে বিমানবালার চাকরি ছেড়ে দেন সুথিদা।

রাজ পরিবারের সেনাবাহিনীতে যোগ দেন ২০১৩ সালে। এতদিন ছিলেন নিরাপত্তা বাহিনীর উপ-প্রধান আর সেনাবাহিনীর প্রধান রাজা নিজেই।