সরকার পাত্তা দেয়নি, তাই নিজেই রাস্তা তৈরি করলেন

SHARE

কয়েক বছর থেকে পাহাড়ি গ্রামের রাস্তা পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল গ্রামবাসী। কিন্তু সরকার এতে পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত নিজেই দায়িত্ব নিয়ে ঝোপঝাড় কেটে দুর্গম এলাকায় রাস্তা পুনর্নির্মাণ করে ফেলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।

সম্প্রতি পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার কাগান্ডা প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এক কিলোমিটার দীর্ঘ রাস্তা একাই পুনর্নির্মাণ করে রীতিমতো নায়ক বনে যাওয়া ওই ব্যক্তির নাম নিকোলাস মুছাবি।

দেশটির সংবাদপত্র ডেইলি নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস দিনমজুর। নিজের পারিশ্রমিকের কাজ বাদ দিয়ে ছয় দিন ব্যয় করে তিনি রাস্তাটি পুনর্নির্মাণ করেছেন। এ জন্য প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করেছেন তিনি।

নিকোলাস মুছাবি এক সাক্ষাৎকারে বলেন, ‘শপিং সেন্টার ও গির্জায় যেতে রাস্তাটি আমরা ব্যবহার করি। কয়েক বছর ধরে রাস্তাটি পুনর্নির্মাণের জন্য আমরা সরকারের অপেক্ষায় ছিলাম। অবশেষে আমি নিজেই রাস্তাটি পুনর্নির্মাণ করি।’

নিকোলাস মুছাবি বলেন, ‘রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় নেতাদের কাছে আমি বারবার আবেদন জানিয়েছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। পরে আমি সিদ্ধান্ত নিলাম, নারী ও শিশুদের সময় বাঁচাতে আমি আমার খামারে ব্যবহার করা যন্ত্রপাতি দিয়ে রাস্তাটি বানাব।’

স্থানীয় গ্রামের বাসিন্দা জোসেফিন ওয়্যারিমু বলেন, ‘আমরা তাঁর কাছে অনেক ঋণী। একই সঙ্গে আমি খুশি এই কারণে যে আমি এখন সহজে গির্জায় যেতে পারব।’