ধর্মীয় বৈশাখী উতসবে মাতলো ইংল্যান্ডের শিখ সম্প্রদায়

SHARE

ধর্মীয় বৈশাখী উতসবে মেতেছে ইংল্যান্ডের বার্কশায়ারের স্লঘ শহরের শিখ সম্প্রদায়। তিনশ ২০ বছর আগে এই উতসবের প্রবর্তন করেন খালসা।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবার রবিবার স্লঘ শহরে ব্যাপক উতসাহ-উদ্দীপনার সহিত উতসবটি পালন করে শিখ সম্প্রদায়ের লোকজন।

ওই উতসবে শিখরা তাদের ধর্মীয় গ্রন্থ সঙ্গে নিয়ে যায়। পবিত্র সেই গ্রন্থ নিয়ে যাওয়ার আগে রাস্তা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বহু স্বেচ্ছাসেবক সেই কাজ করেছেন।

স্বেচ্ছাসেবক দাবিন্দার পাল সিং বলেন, খালসা এই উতসব প্রবর্তনের পর তিনশ ২০ বছর কেটে গেছে। সেই থেকে আজ পর্যন্ত উতসবটি পালন করা হচ্ছে।

উতসবে বিনামূল্যে খাবার ও পানি সরবরাহ করা হয়। বৈশাখী ওই উতসবে এক গুরুদুয়ারা থেকে অন্য গুরুদুয়ারা ঘুরে বেড়ান শিখরা। এ সময় ড্রাম বাজিয়ে, সামনের দিকে গাটকা (এক ধরনের মার্শাল আর্ট) প্রদর্শন করতে দেখা যায়।

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উতসব পালন করে রাত ১০ টার পর যে যার মতো ঘরে ফিরে যান শিখ সম্প্রদায়ের লোকজন।