এবার আইএস এর টার্গেট পশ্চিমবঙ্গ-বাংলাদেশ?

SHARE

বৃহস্পতিবার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্ট্যাট (আইএস) বাংলায় একটি পোস্টার প্রকাশ করেছে। আইএস এর মদদপুষ্ট একটি টেলিগ্রাম চ্যনেলে পোস্টারটি প্রকাশ করা হয়। ওই পোস্টারে লেখা ছিল- ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ’। ওই পোস্টারের সঙ্গে ‘মারসালাত’ নামে আইএস-এর শাখা সংগঠনের একটি লোগো দেওয়া হয়েছে।

এই পোস্টারকে গুরুত্ব দিয়েই দেখছেন ভারতীয় গোয়েন্দারা। আইএস-এর বাংলায় পোস্টার প্রকাশ করায় আশঙ্কা দানা বাঁধছে তাদের মনে । আশঙ্কাটা হলো-আইএস এর টার্গেট কি এবার পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ?

গত কয়েকবছর ধরে বাংলাদেশ ও ভারতে আইএস লক্ষ্যনীয় প্রভাব দেখে গেছে। এক্ষেত্রে আইএস-র পক্ষে কাজ করছে জেএমবি। ২০১৪ সালে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ নাসিরুদ্দিন নামে বীরভূমের এক তরুণকে। নাসিরুদ্দিন খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত। সে বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুর ত্রিপুর জেলায় লুকিয়ে ছিল। জেএমবি জঙ্গি আমজাদ শেখের সঙ্গে তার যোগাযোগ ছিল। আর জেএমবির সঙ্গে আইএস এর যোগাযোগের অভিযোগ অনেক দিনের।

উল্লেখ্য, গত রবিবার শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছে আইএস মদদপুষ্ট জঙ্গিরা। এতে বিদেশিসহ দুই শতাধিক লোক নিহত হয়।

সূত্র : জি-টিভি