আইপিএলে থাকা সাকিব যখন ‘বাবুর্চি’র ভূমিকায়

SHARE

চলমান আইপিএলের দ্বাদশ আসরে ইতোমধ্যে ৮টি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দারাবাদ। তবে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। টিম কম্বিনেশনের কারণে একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি। তবে নিয়মিত অনুশীলন করছেন সাকিব। এরমধ্যেও ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। এবার তাকে পাওয়া গেল নতুন ভূমিকায়।

হায়দারাবাদের রান্নাঘরে বাবুর্চির ভূমিকায় দেখা গেল সাকিবকে। এমনিতেই রান্না বান্নায় খুব একটা আগ্রহ নেই বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের। তবে যেহেতু সবাই করছে, তাকেও যেতে হলো। দুই দলে ভাগ হয়ে রান্নার প্রতিযোগিতায় নেমেছিলেন হায়দারাবাদের খেলোয়াড়রা। এক দলে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও অন্য দলে পেস বোলিং অল-রাউন্ডার বিজয় শংকরের নেতৃত্বে ‘টিম বিজয়’।

সাকিব ছিলেন ‘টিম বিজয়’ এর সদস্য। এই দলে ছিলেন রশিদ খান, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল ও জনি বেয়ারস্টোরা। রান্নার লড়াইয়ে কে জিতেছে পারে তা জানা যায়নি। তবে দিনটি যে অন্যভাবে উদযাপন করেছেন সাকিবরা, ছবিগুলোতে তা স্পষ্ট। সানরাইজার্স হায়দারাবাদের অফিসিয়াল ফেসবুকে সাকিবদের রান্নার এসব ছবি দেয়া হয়। সেখানে খেলোয়াড়দের আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মত।